চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ।

১৫তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক বজলুর রহমানকে স্মরণ

সি.ই/রিপোর্টার | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৫৬

সি.ই/রিপোর্টার
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৫৬

সাংবাদিক বজলুর রহমান

খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের এই দিনে ইন্তেকাল করেন সম্পাদক প্রয়াত বজলুর রহমান।

খ্যাতিমান এই সাংবাদিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সহধর্মিণী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা মতিয়া চৌধুরীসহ পরিবারের সদস্যরা, বজলুর রহমান ফাউন্ডেশনসহ অন্যান্য সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

বজলুর রহমানের জন্ম ১৯৪১ সালের ৩ আগস্ট শেরপুরের ফুলপুর থানার চর নিয়ামতপুর গ্রামে । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করে ১৯৬১ সালে দৈনিক সংবাদের সহকারী সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ও সম্পাদকের দায়িত্ব পান। আমৃত্যু এই পদে দায়িত্ব পালন করে গেছেন।

সাপ্তাহিক একতার সম্পাদক ছাড়াও ইত্তেফাকে কিছুদিন কাজ করেছিলেন। পেশাগত জীবনে বাসস, প্রেস ইনস্টিটিউট ও প্রেস কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি নিজ আদর্শ এবং পেশার মর্যাদা সমুন্নত রেখেছেন।

বজলুর রহমান মুক্তিযুদ্ধসহ বাষট্টির ছাত্র আন্দোলন, ছেষট্টির ছয় হাসপাতালের দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

 
 
 


আপনার মূল্যবান মতামত দিন: