 
                                প্রতিবেদন জমা দেওয়ার পর বেলা পৌনে ১২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের উপস্থিতিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ নভেম্বর জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যবিশিষ্ট স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করা হয়। এই কমিশনে দেশের খ্যাতনামা চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক আমলা এবং একজন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
 
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: