চাঁপাইনবাবগঞ্জ | শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
এখন গ্রামে আর কেউ লুঙ্গি পরে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এখন গ্রামে কেউ লুঙ্গি পরে না : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২৪ মে ২০২৩ ২৩:৪০

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৪ মে ২০২৩ ২৩:৪০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ (সংগৃহিত ছবি)

এখন গ্রামে আর কেউ লুঙ্গি পরে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত ২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এই আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।

বক্তব্যের এক পর্যায়ে হাছান মাহমুদ বলেন, ‘এখন গ্রামে গেলে দেখি, কেউ লুঙ্গি পরে না। থ্রি কোয়ার্টার, আবার জিন্সের প্যান্টের মধ্যে ছেঁড়া, তালি দেওয়া। জিজ্ঞেস করলাম, কিরে তোরা তালি দিছোস ক্যান। তারা বলে, ভাই এটা তালি দেওয়া না। এটা পুরনো না, ছেঁড়াও না। এটার দাম কিন্তু, ভালোটার চেয়েও বেশি। এটা হচ্ছে, গ্রামের চিত্র। গ্রামের ছেলে ও শহরের ছেলেদের মধ্যে কোনো পার্থক্য নেই।’

এখন গ্রামের মেয়ে আর শহরের মেয়ের মধ্যেও কোন পার্থক্য নেই জানিয়ে তিনি আরোও বলেন, ‘আমার এলাকায় কয়েকদিন আগে যুবমহিলা লীগের সম্মেলন হয়েছে। সেখানে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হই। যুক্ত হওয়ার পর যখন দর্শক দেখাচ্ছে সারিতে, তখন আমার মনে হলো, আমি ভুল করে অন্য কোথাও যুক্ত হলাম নাকি! ঢাকা শহরের কোনো সমাবেশে যুক্ত হয়ে গেলাম নাকি। আমি বলেছি, আমাকে ঠিক জায়গায় কানেক্ট করেছ তো? বলে, হ্যাঁ ভাই, ঠিক জায়গায় কানেক্ট করেছি। মেয়েদের যে চেহারা, সাজগোজ দেখলাম—তা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চেয়ে কম না।’



আপনার মূল্যবান মতামত দিন: