চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মিয়ানমারে আইন পাস, সমালোচনা করলেই গ্রেফতার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ১৪:০৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ১৪:০৩

সংগৃহিত ছবি

‘প্রোটেকশন অব মাল্টিপার্টি ডেমোক্রেটিক ইলেকশন ফ্রম অবস্ট্রাকশন, ডিসরাপশন অ্যান্ড ডেস্ট্রাকশন’ নামের এই আইনটি বুধবার (৩১ জুলাই) পাস ও কার্যকর করেছে জান্তা সরকার। রাষ্ট্রায়ত্ত দৈনিক দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে।

নতুন আইন অনুযায়ী—
সরকার ঘোষিত নির্বাচন পরিকল্পনার বিরুদ্ধে যে কোনো উসকানিমূলক বক্তব্য, সমালোচনা, প্রতিবাদ, লিফলেট বিতরণ বা বিক্ষোভ আয়োজন করা অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ব্যক্তি পর্যায়ে এই অপরাধের শাস্তি সর্বনিম্ন ৩ বছর থেকে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড। কোনো সংগঠন বা গোষ্ঠীর ক্ষেত্রে শাস্তির পরিমাণ ৫ থেকে ১০ বছর পর্যন্ত কারাবাস।

নির্বাচনের সময় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, ব্যালট পেপার নষ্ট, ভোটার বা নির্বাচনকর্মীদের ভয় দেখানো বা ভাঙচুর ঘটালে শাস্তি হবে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড।

আর নির্বাচন বানচালের উদ্দেশ্যে সংঘটিত সহিংসতা কিংবা হত্যাকাণ্ড ঘটলে দায়ীদের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে।

২০২০ সালের নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। সেই সময় সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে এনএলডির হাজারো নেতা-কর্মী, মন্ত্রী ও এমপি গ্রেফতার হন। তাদের অধিকাংশ এখনও কারাবন্দি।

এর আগে ২০২৪ সালের মার্চে জান্তা প্রধান ঘোষণা দিয়েছিলেন, ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জানুয়ারির মধ্যে মিয়ানমারে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

নতুন আইনটি কার্যকর হওয়ার পর মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি আরও দমনমূলক ও দুঃসহ হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকেই আশঙ্কা করছেন, এই আইন ব্যবহার করে সরকার বিরোধীদের মুখ বন্ধ করার পথ সুগম করা হলো।



আপনার মূল্যবান মতামত দিন: