রাজশাহীতে কিশোর গ্যাং (টোকাই) এর একটি গ্রুপের ধারালো অস্ত্র হাতে নৃত্ব করার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শহরে একেরপর এক খুন হওয়ায় রাজশাহী শহরে এমনিতেই গতকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। এই অবস্থায় কিশোর গ্যাং এর এরকম ভিডিও প্রকাশিত হওয়া জনজীবনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
কঠোরভাবে সন্ত্রাস দমন করে নিরাপদ রাজশাহীকে নগরী হিসেবে দেখতে চাই বাসিন্দারা। রাজশাহীতে জননিরাপত্তা নিশ্চিত করতে মুখ খুলেছেন সচেতন মহলের অনেকেই। এ বিষয়ে প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছেন সকলেই।
আপনার মূল্যবান মতামত দিন: