চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাংবাদিক শাহীন আলমের পিতা খোশ মোহাম্মদের দাফন বুধবার সম্পন্ন হয়েছে।
গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর গ্রামে তার নামাজে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার জানাযায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড.মিজানুর রহমান, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারী মানিক রায়হান, রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলামসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শাহীন আলমের পিতা খোশ মোহাম্মদ( ৮০) মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র,৩ কন্যাসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড.মিজানুর রহমান ও রহনপুর রিপোর্টাস ক্লাবের সদস্যরা শোক প্রকাশ করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: