চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ২১:১৯

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ২১:১৯

সংগৃহীত

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম সায়মা হোসাইন। তিনি রাবির সমাজবিজ্ঞান বিভাগে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নামলে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘হ্যাঁ, একজন শিক্ষার্থী মারা গেছে, ঘটনাটি সত্য। মেয়েটি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে রামেকে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোসাঃ রোখসানা বেগম টুকটাকি বলেন, ‘সাঁতার প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য অনুশীলন করেছিল সায়মা। দুই রাউন্ড সাঁতরানোর পর হঠাৎ হার্ট অ্যাটাক করে সে। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গেলে সেখান থেকে রামেকে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এমন মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না।’

রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার সংকর কে বিশ্বাস মুখপাত্র বলেন, ‘পানিতে ডুবে যাওয়া একজন শিক্ষার্থীকে মেডিকেলে আনা হয়। তাকে দেখে এখানকার চিকিৎসক মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে বলা মুশকিল আসলে কারণটা কী। কারণ জানার জন্য ময়নাতদন্ত করতে হবে। আমরা লাশটি ময়নাতদন্ত বা আইনি প্রক্রিয়ার জন্য মর্গে প্রেরণ করেছি।’



আপনার মূল্যবান মতামত দিন: