চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর জোনের বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ের দরিদ্র সদস্যের মেধাবী ছাত্রীকে 'বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি' দিয়েছে

ঠাকুরগাঁওয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেল রিক শিক্ষাবৃত্তি

হযরত আলী / স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫৯

হযরত আলী / স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫৯

মহানন্দা২৪

নিউজ ডেস্কঃ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর জোনের বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ের দরিদ্র সদস্যের মেধাবী ছাত্রীকে 'বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি' দিয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে রিক দিনাজপুর জোনের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী শাখার দরিদ্র সদস্যদের মেধাবী ছাত্রী রুবি আক্তারকে বৃত্তি দেয়।

এসময় আরও উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির মামুন, ঠাকুরগাঁওয়ের শাখা ব্যবস্থাপক মো. বাবু মিয়া, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটের শাখা ব্যবস্থাপক মাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও সদরের এরিয়া ম্যানেজার মো. আবুল হোসাইন প্রমুখ।
রুবি আক্তার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

তিনি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের দরিদ্র কৃষক আনোয়ার হোসেন মেয়ে।

রুবি আক্তার মাসিক ৩ হাজার টাকা শিক্ষা বৃত্তি পেয়ে বলেন, আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমার পড়াশোনার খরচ তিনি ঠিকভাবে বহন করতে পারে না। রিক প্রতি মাসে ৩ হাজার টাকা শিক্ষা বৃত্তি দিয়ে আমাকে সহযোগিতা করেছে। এতে আমার পড়াশোনার খরচ অনেকটা এগিয়ে যাবে। তাই আমি রিকের সবাইকে ধন্যবাদ জানাই।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির মামুন  বলেন, আমাদের দরিদ্র সদস্যদের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া অব্যাহত আছে ও থাকবে।

তিনি আরও বলেন, রুবি আক্তারের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তাকে মাসিক ৩ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: