সংবাদ প্রচারের ক্ষেত্রে বক্তব্য কাটছাঁট করার অভিযোগ এনে সাংবাদিকদের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য লতিফুর রহমান। তিনি বলেন, বিগত ১৭ বছরের ‘গোলামি’র মানসিকতা কিছু সাংবাদিক এখনো ঝেড়ে ফেলতে পারেননি।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
লতিফুর রহমান অভিযোগ করেন, “আপনারা যেভাবে কথা কাটছাঁট করে প্রচার করছেন, তাতে স্পষ্ট যে ১৭ বছরের গোলামি এখনো ছাড়তে পারেননি। এই গোলামি ছাড়তে আপনাদের আগামীতে আরও ১৭ বছর সময় লাগবে।”


আপনার মূল্যবান মতামত দিন: