চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আসাদুল্লাহ তুহিনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আসাদুল্লাহ | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৫ ১১:৫০

আসাদুল্লাহ
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৫ ১১:৫০

আসাদুল্লাহ তুহিনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শনিবার ( ২৫ জানুয়ারি) সন্ধ্যায় শহরের একটি মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবির এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। 

চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ভূইয়া বলেন, যারা ইসলামি আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, তারা কোনো এক সময়ে আমাদের মধ্যে ছিলেন, কিন্তু তাদের আত্মত্যাগ এবং ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত ভালোবাসা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকব। শহিদ আসাদুল্লাহ তুহিনের এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের দাবি জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, 'আসাদুল্লাহ তুহিন অনেক ভালো ছেলে ছিলো। স্বৈরাচার সরকার এই আসাদুল্লাহ তুহিনকে অন্যায় ভাবে হত্যা করেছে।' তিনি আসাদুল্লাহ তুহিনের শহিদ হওয়ার ঘটনা আলোচনা করে এবং সকল শহীদদের জন্য দোয়া করেন।

সভায় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি সালাউদ্দিন এবং সেক্রেটারি আব্দুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি বায়েজিদ বোস্তামি ও সেক্রেটারি মামুন হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে শহিদ আসাদুল্লাহ তুহিনের জন্য এবং জুলাই অভ্যুত্থানের সকল আহত ও শহীদদের জন্য দোয়া করে আলোচনা সভা শেষ হয়।



আপনার মূল্যবান মতামত দিন: