চাঁপাইনবাবগঞ্জ | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ১৫:২১

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ১৫:২১

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ।

তিনি জানান, দুর্ঘটনার ঘটনায় সার্জেন্ট দেলোয়ার হোসেন ও ট্রাফিক সার্জেন্ট (টিএসআই) মতিউর রহমানকে দায়িত্ব থেকে সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি ঘটনার পর পুলিশ স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করছিল জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা রিফাত ও সোহাগ একটি মোটরসাইকেলে করে সার্কিট হাউজ রোড দিয়ে শহরের দিকে যাচ্ছিলেন।

ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা তা অমান্য করে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে মহাসড়কে চলাচলরত একটি ট্রাকের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই রিফাত মারা যান। গুরুতর আহত সোহাগকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাফিক পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে শহরের শান্তিমোড় ও বিশ্বরোড এলাকায় অবস্থিত পুলিশ বক্স এবং একটি পুলিশ ফাঁড়িতে আগুন দেয়। এ সময় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এছাড়া সোনামসজিদ–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে সড়কে পড়ে ছিল নিহত রিফাতের মরদেহ। পরে যৌথ বাহিনীর সহায়তায় মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: