চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
ডা. রোকেয়া সুলতানা চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন ডা. রোকেয়া সুলতানা

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৫৬

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৫৬

মতবিনিময় সভা

নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের সঙ্গে আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. রোকেয়া সুলতানার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডা. রোকেয়া সুলতানা চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

 

শনিবার দুপুর আড়াইটায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের হলরুমে জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।    

 

জেলা স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, জেলা বিএমএ এর সভাপতি ডা. দুরুল হোদা এবং জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন।

 

এছাড়াও সভায় আরোও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজসহ বিভিন্ন উপজেলার মেডিকেল অফসার ও সেবিকাগণ।



আপনার মূল্যবান মতামত দিন: