চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্মমভাবে নিহত মেধাবী ছাত্রনেতা শহীদ আসাদুল্লাহ তুহিনের ১১ তম শাহাদাত বার্ষিকী আজ। সোমবার (২৬ জানুয়ারি) শিবির নেতা আসাদুল্লাহ তুহিনের ১১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে তাঁর কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমহনপুর চকপাড়া গ্রামে শহীদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। এসময় চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের সভাপতি আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে নূরুল ইসলাম বুলবুল বলেন, "আসাদুল্লাহ তুহিন ছিলেন এক সাহসী ও মেধাবী ছাত্র। তাঁর এই ত্যাগ এদেশের ইসলামপ্রিয় ছাত্রজনতা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।"
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্র আসাদুল্লাহ তুহিনকে তাঁর নিজ বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায়। পরিবারের অভিযোগ অনুযায়ী, সেই রাতেই অমানুষিক নির্যাতনের ফলে র্যাব ক্যাম্পে তিনি শাহাদাত বরণ করেন। এছাড়া শহীদ আসাদুল্লাহ তুহিন ১৯৯৭ সালের ২০ জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম এনামুল হক এবং মাতার নাম কমেলা বেগম। সাংগঠনিক জীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের 'সাথী' হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: