জেলা প্রতিনিধি: মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বাংলাদেশী ট্রাকের মধ্যে চোরাকারবারী কর্তৃক ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়াএর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পানামা পোর্ট এলাকায় অভিযান চালায়।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সকালে সোনামসজিদ সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় একটি ট্রাক তল্লাশি করে ৪৩৭ কেজি ভারতীয় রুপা সাদৃশ্য অলংকার, ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার ও ৬৫ বস্তা চায়না ক্লে উদ্ধার করা হয়।
এসময় ভারতীয় অলংকারসহ আব্দুস শুকুর (৪০) নামে এক ট্রাকচালককে গ্রেফতার করেছে বিজিবি। এসময় ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেফতার আব্দুস শুকুর শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের আব্দুল খালেকের ছেলে।
আপনার মূল্যবান মতামত দিন: