চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নন্দীপুর ইউনিয়নের দীঘা সেতুর পূর্ব পাশে আম বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে এ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি কিভাবে মারা গেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরিচয় নিশ্চিত করার জন্য চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
আপনার মূল্যবান মতামত দিন: