জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১১ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় একটি অডিটোরিয়াম রুমে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ সরকারি কলেজ সভাপতি মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মোঃ আব্দুল আলিম।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মোঃ আব্দুল আলিম বলেন, প্রতিটি ছাত্রকে তার জাতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে হবে । দেশের জন্য প্রতিটি ছাত্রের একটি দায়িত্ব আছে এ দায়িত্ব পালন এবং উজ্জ্বল দৃষ্টান্ত হওয়ার জন্য ছাত্রশিবির ছাত্রদের মানুষের মতো মানুষ বানাতে চাই । তিনি ছাত্রদেরকে দেশের জন্য সুনাগরিক হয়ে গড়ে উঠার আহ্বান জানান।
এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ ওমর ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার সাবেক সভাপতি মোঃ মোক্তার হোসেন, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট মোঃ মাসুদ রানা, শহর শাখার কলেজ সম্পাদক মোঃ উসমান আলী প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: