নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনের নবনির্বাচিত সাংসদ সদস্য আব্দুল ওদুদ এম.পি কে চরবাগডাঙ্গায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর আলী'র সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও সদর -৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সাংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ. লীগের সদস্য শাহনাজ অপু, জেলা আ. সদস্য শহিদু ল হুদা অলক, জেলা জাসদ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা। এসময় আর-ও উপস্থিত ছিলেন, সদর উপজেলা তাঁতি লীগের সভাপতি নুরুল ইসলাম, চরবাগডাঙ্গা ইউনিয়ন আ. লীগের সহ-সভাপতি কামরুজ্জামান, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর আধুনিক আ. লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, চরবাগডাঙ্গা ইউনিয়ন ওয়ার্ড মেম্বার জুয়েল রানা প্রমুখ। অন্যান্যদের মধ্যে ছিলেন, জেলা আ. লীগ, উপজেলা আ. লীগ, পৌর আ. লীগ, ইউনিয়ন আ. লীগের নেতা-কর্মী সহ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চরবাগডাঙ্গা ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী ঝাটু।
সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা চরবাগডাঙ্গা ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এম.পি আব্দুল ওদুদ বিশ্বাস কে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মূল্যবান মতামত দিন: