চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নির্বাচনে নিরাপত্তা দেবে ১৫ প্লাটুন বিজিবি

‍ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬ ১৮:৪৬

‍ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬ ১৮:৪৬

ফাইল ছবি

সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজিবি।

রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন।

তিনি আরও জানান, জেলার তিনটি আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা) আসনে ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) আসনে ৮ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনে ৪ প্লাটুন দায়িত্ব পালন করবে। নির্বাচনী দায়িত্বে থাকবেন বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা।

তিনি বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি তাদের দায়িত্ব পালন করবে।



আপনার মূল্যবান মতামত দিন: