চাঁপাইনবাবগঞ্জ | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:২৪

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:২৪

প্রতিকি ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর চিরবিদায়ের সংবাদ পৌঁছামাত্রই সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জেলা বিএনপির সূত্র থেকে জানা যায়, বেগম জিয়ার মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে আগামী এক সপ্তাহ ধরে পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে স্মরণ সভা, কোরাআন খতম, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে অনেক নেতাকর্মী ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে তিনি যে আপসহীন নেতৃত্ব দিয়েছেন, তা বিশ্ব ইতিহাসে বিরল। তাঁর মৃত্যুতে জাতি আজ এক অপূরণীয় অভিভাবকহীনতায় নিমজ্জিত হলো। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন জান্নাতের ‍উচ্চ মোকাম দান করে সেই দোয়া করছি।”



আপনার মূল্যবান মতামত দিন: