চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১৩৯ সদস্যবিশিষ্ট ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬ ২১:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬ ২১:০১

সংগৃহীত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সংগঠনটির সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে সানাউল্লাহ হক দায়িত্ব পালন করবেন। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে নেওয়াজ খান বাপ্পিকে। এছাড়া ২৮ জন সহ-সভাপতি এবং ২৫ জন যুগ্ম-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন রাকিবুল ইসলাম। দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) করা হয়েছে মোহাম্মাদ আলী তোহাকে। প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক তারেক আজাদসহ বিভিন্ন সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন একাধিক নেতা।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা বিভাগে জিসান আহমেদ বিপু, চট্টগ্রাম বিভাগে রবিউল হাসান তানজিম, রাজশাহী বিভাগে মোর্শেদুল ইসলাম, খুলনা বিভাগে জিহাদুল ইসলাম ইউসুফ, সিলেট বিভাগে অলি আহমেদ, বরিশাল বিভাগে রাশেদুল ইসলাম, রংপুর বিভাগে রাকিবুল ইসলাম শিশির, ময়মনসিংহ বিভাগে খান শাহরিয়ার ফয়সাল, কুমিল্লা বিভাগে সাইয়েদ সাইফুল এবং ফরিদপুর বিভাগে মাহবুবুর রহমান দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটিতে শিক্ষা, গবেষণা, সমাজসেবা, আইন, মানবাধিকার, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, সংস্কৃতি, আন্তর্জাতিক বিষয়ক, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, নারী ও ছাত্র বিষয়কসহ বিভিন্ন শাখায় সম্পাদক ও সহ-সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ১১ জনকে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এ আংশিক কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই বাকি সদস্য পদগুলো পূরণ করা হবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।



আপনার মূল্যবান মতামত দিন: