
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু ক্যান্টিনে আত্মপ্রকাশ করেছিল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। ওই দিন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘জাতীয় নাগরিক কমিটি’র উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়।
গঠনের আট মাসের মাথায় এসে সংগঠনটি নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত জাতীয় বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়, সংগঠনটি এখন থেকে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে কার্যক্রম পরিচালনা করবে। তবে নতুন নামটি আগের মতো ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নয়, সম্পূর্ণ নতুনভাবে ঘোষিত হয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’।
পুনর্গঠন ও রাজনৈতিক প্রেক্ষাপট
বাগছাস গঠনের সময় থেকেই এটি জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা একাংশের উদ্যোগে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন হিসেবে পরিচিতি পায়। পরবর্তীতে এই ধারার নেতাদের হাতেই গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের অনুপ্রেরণাতেই বাগছাস আত্মপ্রকাশ করেছিল, আর এখন সেই ধারাবাহিকতায় ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে নতুনভাবে সংগঠনটি পুনর্গঠিত হলো।
নেতৃত্বের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ায় সংগঠনটির কার্যক্রমে নতুন গতি আনার প্রয়োজন দেখা দেয়। সেই প্রেক্ষিতেই নাম ও কাঠামো পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তের বিশ্লেষণ
বিশ্লেষকরা বলছেন, ছাত্র রাজনীতিতে এ ধরনের নাম পরিবর্তন ও পুনর্গঠনের প্রবণতা এখন বেশ স্পষ্ট। সংগঠনগুলো নিজেদের অবস্থান ও কর্মসূচি পুনর্মূল্যায়নের মাধ্যমে দ্রুতই নতুন রূপ নিচ্ছে।
‘জাতীয় ছাত্রশক্তি’ নামটি শুধু সংগঠনের পরিচয়ের পরিবর্তন নয়, বরং বৃহত্তর জাতীয় রাজনীতিতে নতুন বার্তা বহন করছে বলেও মত দিয়েছেন অনেকে।
সংগঠনের নেতারা জানিয়েছেন, তারা এখন থেকে মাঠপর্যায়ে নতুন নেতৃত্ব, নতুন কর্মসূচি ও নীতিনির্ধারণের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখতে চায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও তারা অংশ নিতে আগ্রহী।
ভবিষ্যৎ পরিকল্পনা
সভায় উপস্থিত নেতারা জানিয়েছেন, সামনে সংগঠনটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন, নীতি-ঘোষণা এবং শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
তাদের দাবি, “জাতীয় ছাত্রশক্তি” হবে একটি গণতান্ত্রিক, সংস্কারমুখী এবং শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় নিবেদিত ছাত্র সংগঠন।
বিশ্লেষকরা মনে করছেন, এই রূপান্তর ছাত্ররাজনীতিতে নতুন এক পর্বের সূচনা করতে পারে। তবে নতুন নামের সঙ্গে সংগঠনটি কতটা মাঠে কার্যকর হতে পারে—তা সময়ই বলে দেবে।
আপনার মূল্যবান মতামত দিন: