চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জামায়াতের আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ২১:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ২১:২২

সংগৃহিত

বুধবার সকাল ৯টায় বসুন্ধরায় আমিরের কার্যালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং দুপুর ১২টায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি সাক্ষাৎ করেন।

জামায়াতে ইসলামী সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দুই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন ছাড়াও বিনিয়োগ, অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

আলজেরিয়ার রাষ্ট্রদূত এই সাক্ষাতে রাষ্ট্রদূত শুরুতেই ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের পারস্পরিক সম্পর্ক—বিশেষ করে গণতন্ত্র টেকসইকরণ, বিনিয়োগ ও কূটনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ভবিষ্যতে উভয় পক্ষ দুই দেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বৈঠকের শুরুতে ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। এসময় তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-ইতালি সম্পর্ক, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন, গণতন্ত্রের বিকাশ ও টেকসইকরণ, বিনিয়োগ, অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

উভয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: