চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আগামী নির্বাচনে এনসিপি সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে

অলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৮

অলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৮

সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী সংসদ নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে এনসিপি সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে। আমাদের নির্বাচনী ইশতেহারে যাতে সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা প্রতিফলিত হয়, সেই লক্ষ্যে কাজ করবো।’

সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চাই, সেই বাংলাদেশে তাদের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে। এ জন্য জাতীয় নাগরিক পার্টি নিরলসভাবে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের নানা দাবি-দাওয়ার কথা আমরা শুনেছি। অন্তর্বর্তী সরকার অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু সব পূরণ হয়নি। তাদের দাবি পূরণে উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানাই।’

নাহিদ ইসলাম উল্লেখ করেন, বাংলাদেশে সংখ্যালঘুসহ সব জনগোষ্ঠীর মধ্যে যাতে অনিরাপত্তা বোধ তৈরি না হয়, সে জন্য সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। এটি শুধু সরকারের নয়, বরং সবার দায়িত্ব।



আপনার মূল্যবান মতামত দিন: