চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’—বিএনপির প্রস্তাবে একমত এবি পার্টি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ১৭:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ১৭:২৬

ফাইল ছবি

রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের দ্বিতীয় ধাপের ১৯তম দিনের বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে এ কথা জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, “রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আজ চতুর্থ দিনের মতো আলোচনা চলছে। এখানে ৭২-এর সংবিধানের মূলনীতি এবং পরবর্তীতে সংযোজিত মূলনীতিগুলোর মধ্যে বিতর্ক রয়েছে। বিএনপির সালাহউদ্দিন ভাই যে প্রস্তাব দিয়েছেন—আমরা তাতে একমত।”

কমিশনের প্রস্তাব প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “কমিশন চারটি মূলনীতি প্রস্তাব করেছে—স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। এর সঙ্গে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এখন প্রশ্ন হচ্ছে, ৭২-এর সংবিধানে থাকা বা পঞ্চম সংশোধনীর মাধ্যমে যোগ হওয়া অন্যান্য মূলনীতি রাখা হবে কিনা—এটা আগামী সংসদের এখতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, মূলনীতি নিয়ে আলোচনায় ডান ও বামপন্থি দলের মধ্যে তীব্র মতবিরোধ বিরাজ করছে। তবে বিরতির পর একটি সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সকাল ১১টায় অধ্যাপক ড. আলী রিয়াজের সভাপতিত্বে দিনের বৈঠক শুরু হয়। আজকের আলোচ্য বিষয় ছিল—পুলিশ কমিশন গঠন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ।

এবি পার্টি মূলনীতি প্রশ্নে ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে জাতীয় ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানায়।



আপনার মূল্যবান মতামত দিন: