
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, রাশিয়ার রাষ্ট্রদূত খোজিনের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশি-বিদেশি রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
রাশিয়ার রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ এমন এক সময়ে হলো, যখন বিএনপি সরকারের বিরুদ্ধে বিদেশি কূটনৈতিক যোগাযোগ জোরদারের কৌশল গ্রহণ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
আপনার মূল্যবান মতামত দিন: