-2025-01-17-22-16-14.jpg)
মহারাজপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ৪ টার দিকে মহারাজপুর ইউনিয়নের একটি আমবাগান মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে মহারাজপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আলী হোসেনের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কেতাবুল ইসলাম টুটুলের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম ওরফে রফিক চাইনিজ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম ও মোঃ জহিরুল হক বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব মোঃ সারোয়ার জাহান ও এ.এইচ.এম.এম জামাল (বাচ্চু), গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম সেন্টু এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ফারুক হোসেনসহ আরোও অনেকে।
দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে গুম, খুন, হত্যা ও মানুষের ভোটাধিকার হরণের কথা তুলে ধরেন। আর বর্তমান অন্তবর্তকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবী জানান।
এছাড়া দ্বি-বার্ষিক সম্মেলন শেষে মহারাজপুর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে কেতাবুল হক টুটুলকে সভাপতি ও মোঃ আলী হোসেনকে সাধারন সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।
আর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি পদে হেফাজ উদ্দিন, মোঃ খাইরুল ইসলাম, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে নুরুল ইসলাম রুমন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কবিরুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মাহবুব আলম বাচ্চু এবং সদস্য পদে মোঃ মাহবুব আলী ও মোসা: রিমা বেগমের নাম ঘোষণা করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: