চাঁপাইনবাবগঞ্জ | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
এর আগে গত বছর এক বছরের জন্য ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পান জয়া আহসান।

দ্বিতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছা দূত জয়া আহসান

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০২:২৬

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০২:২৬

জয়া আহসান (ফাইল ছবি)

বিনোদন ডেস্ক: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি- ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) থেকে অভিনেত্রীর নিয়োগ কার্যকর হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউএনডিপি।

এবার আরও দুই বছর জয়া আহসান ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সেইবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত বছর এক বছরের জন্য ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পান জয়া আহসান। সেই মেয়াদ শেষ হয়েছে গেল ডিসেম্বরে। এবার তিনি কাজ করবেন আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। এই দুই বছরে জয়া আহসান মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।

দ্বিতীয়বারের মতো নিয়োগ পাওয়ার পর তার অনুভূতি জানিয়ে জয়া বলেছেন, ‘আমি পুনরায় ইউএনডিপির শুভেচ্ছা দূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত, আরেকদিকে সংস্থাটির সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে পারব ভেবে নিজেকে সম্মানিত মনে করছি। আমি এসডিজি বিষয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় থাকবো।’

অভিনেত্রী জয়া আহসান আরও বলেন, ‘এসডিজি অর্জনের জন্য মাত্র সাত বছর বাকি আছে। আমাদের এ পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য এটাই উপযুক্ত সময়। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে ভূমিকা পালন করতে হবে।’

অন্যদিকে, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এব্যাপারে কথা বলতে গিয়ে বলেন, ‘জয়া আহসান একজন জনপ্রিয় শিল্পী, পাশাপাশি তিনি সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। এমন একজন ইউএনডিপির শুভেচ্ছা দূত হওয়াতে আমরা সৌভাগ্যবান।’

স্টেফান লিলার আরোও বলেন, ‘গত এক বছরে জয়ার মাধ্যমে আমাদের কথা দেশ ও দেশের বাইরে মানুষকে আরও বেশি করে পৌঁছানো গেছে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব, যা একটি সুন্দর, সুখী এবং সবার জন্য সমান একটি পৃথিবী গড়ে তোলার জন্য সহায়ক হবে।’



আপনার মূল্যবান মতামত দিন: