
নিউজ ডেস্কঃ অপ্রতিরোধ্য রেসের ঘোড়ার মতোই ছুটছে 'পাঠান' সিনেমা। মুক্তির ছয় দিনে সারাবিশ্বে আয় করেছে ৬০০ কোটি রুপির বেশি।
বিশ্বের ৮ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে শাহরুখ খানের এই ছবি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে রোববার পর্যন্ত পাঁচ দিনে পাঠান আয় করেছে ৫৫০ রুপির বেশি। বক্স অফিস বিশেষজ্ঞরা আশা করছেন শিগগিরই 'পাঠান'-এর আয় ৭০০ কোটি রূপি ছাড়িয়ে যাবে।
৬দিনে ভারতের বক্স অফিসে শাহরুখের ছবির আয় ছিল ৫১ কোটি রুপি। সারাবিশ্বে এই ছবির মোট রোজগার শনিবার পর্যন্ত ছিল ৪২৯ কোটি রুপি। রোববার এক লাফে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় শাহরুখের রাজকীয় প্রত্যাবর্তনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলিউড। কারণ গত দুই বছর ধরে বলিউডের ছবিগুলো বক্স অফিসে নাকানিচুবানি খাচ্ছিল। অপরদিকে দক্ষিণের ছোট ও মাঝারি বাজেটের সিনেমাগুলোও হিন্দি মার্কেটে এসে দাপট দেখাচ্ছিল। অবশেষে কিং খানের হাত ধরে লাভের মুখ দেখল বলিউড।
আপনার মূল্যবান মতামত দিন: