চাঁপাইনবাবগঞ্জ | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৫ ১৯:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ মে ২০২৫ ১৯:১৫

রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান

বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও সেখানে অংশ নেন।

রুয়ার সাংগঠনিক সম্পাদক প্রার্থী এমাজ উদ্দিন মণ্ডল বলেন, “১০ তারিখে রুয়া নির্বাচন স্থগিত করার প্রতিবাদেই আমাদের এই কর্মসূচি। একটি কুচক্রী মহল রুয়া নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করছে। তারা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসার সামনে ককটেল ফাটিয়ে নির্বাচন স্থগিতের জন্য চাপ সৃষ্টি করেছে।”

সহ-সভাপতি প্রার্থী কেরামত আলী অভিযোগ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল রুয়া নির্বাচন। কিন্তু কোন কুচক্রী মহলের ইশারায় তা বন্ধ করা হলো—এটা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি চরম অবিচার।”

এ বিষয়ে ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “রুয়ার নির্বাচন স্থগিত করায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ক্ষুব্ধ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হওয়া উচিত ছিল। তাই আমরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছি।”

উল্লেখ্য, রুয়া নির্বাচন স্থগিত করায় বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্টরা দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছেন।



আপনার মূল্যবান মতামত দিন: