ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলায় মাইশা (৪) নামে এক শিশু সহ এক নারীর মৃত্যু হয়েছে।
ভোলা জেলার দৌলতখানে ঘরচাপা পড়ে মাইশা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মাইশা দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. মনির হোসেনের মেয়ে।
নিহতের বাবাসহ স্থানীয়রা জানান, রোববার (২৬ মে) রাতে মনির হোসেন তার বসতঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে তার বসতঘরে পড়ে। ওই সময় ঘরচাপা পড়ে মাইশার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় একই পরিবারের আরও তিনজন আহত হন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এছাড়া লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ গ্রামে ঘরচাপা পড়ে মনেজা খাতুন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: