পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি রাতেই শক্তি সঞ্চয় করবে। আগামীকাল রোববার রাত ১২টা থেকে সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে, তখন এর নাম হবে ‘‘রেমাল’’। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর থেকে বাড়িয়ে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ শনিবার দুপুরে ঢাকার আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান।
তিনি বলেন, গভীর নিম্নচাপটি শনিবার রাত ৯টায় আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর রোববার মধ্যরাত নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উপকূলীয় এলাকা খুলনা, মংলা, বরিশাল ও চট্টগ্রামে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১৮ কিলোমিটার। এর প্রভাবে আগামীকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ বৃষ্টির পরিমাণ হতে পারে ৩০০ থেকে ৩১৫ মিলিমিটার।
আপনার মূল্যবান মতামত দিন: