 
                                নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুর পর শূন্য হওয়া চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ-চান্দগাঁও) আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে।
আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় এ আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এই নির্বাচনে বিএনপিসহ প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। আওয়ামী লীগ ও অন্যান্য ছোট রাজনৈতিক দল থেকে পাঁচজন প্রার্থী প্রতিদন্দীতা করছেন।
আওয়ামী লীগের নোমান আল মাহমুদ নৌকা প্রতীক নিয়ে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীক নিয়ে, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি'র কামাল পাশা আম প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী একতারা প্রতীকে ভোটের লড়াইয়ে আছেন।
সকালে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ।

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2023-02-24-22-39-39.jpg) 
                                                        
 
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: