চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
আজ সোমবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন্নাহার ৷

কলেজ শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

হ.আ/রিপোর্টার | প্রকাশিত: ৭ মার্চ ২০২৩ ০৮:০৫

হ.আ/রিপোর্টার
প্রকাশিত: ৭ মার্চ ২০২৩ ০৮:০৫

সংগৃহিত ছবি

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ৷

আজ সোমবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন্নাহার ৷

অধ্যক্ষ বলেন, কলেজের উপাধ্যক্ষকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ কমিটিতে শিক্ষক পরিষদের সম্পাদকসহ আরও দুইজন শিক্ষক রয়েছেন। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা ইতোমধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন।

গত শনিবার (৪ মার্চ) রাতে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের বিরুদ্ধে ওই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠে। সাইমুনের জন্মদিনের অনুষ্ঠানে চাঁদা না দেওয়া এবং কেক কাটার সময় উপস্থিত না হওয়ায় ওই শিক্ষার্থীকে নির্যাতন ও কক্ষ ভাঙচুরের অভিযোগ করেন ভুক্তভোগী।

এবিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন্নাহার জানান, তদন্ত সাপেক্ষে যদি হাবিবা আক্তার সাইমুনের বিরুদ্ধে প্রমান পাওয়া যায় তাহলে প্রসাশনিক ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: