চাঁপাইনবাবগঞ্জ | বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ১৯:৫০

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ১৯:৫০

সংগৃহিত ছবি

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সম্মিলিত এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো—বাস কাউন্টার থেকে নির্ধারিত সময়ে বাস না ছাড়লে চালককে ১০০ টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ এক মিনিট দেরি হলেও জরিমানার মুখে পড়তে হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, “দুই পক্ষের মধ্যে সংঘর্ষের বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়েছে। এখন থেকে সবাই সম্মিলিতভাবে নিয়ম মেনে কাজ করব।”

উল্লেখ্য, সামান্য বাকবিতণ্ডা থেকে মারামারিতে গড়ানো ঘটনার জেরে রুটটির বাস চলাচল গত তিন দিন ধরে বন্ধ ছিল। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।



আপনার মূল্যবান মতামত দিন: