তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আনুমানিক ২৫-৩০ বছর বয়সী এক যুবক হঠাৎ সেতুর ওপর থেকে লাফিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও জেলেরা নদীতে নেমে তাকে খুঁজে বের করার চেষ্টা করেন।
তবে দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান, “জেলায় ডুবুরি দল না থাকায় রাজশাহীতে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালাবে।”
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, “নিখোঁজ যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।”
ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিখোঁজ যুবকের উদ্ধারে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: