
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রহনপুর কলেজমোড়স্থ শিবিরের জেলা কার্যালয়ে এই শীতবস্ত্র প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা সভাপতি সালাহউদ্দিন সোহাগ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আব্দুল্লাহ এর সঞ্চালনায় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং জামায়াত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মু.মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবিরের সাবেক জেলা সভাপতি মুখতারুল ইসলামসহ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
এতে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার ২৫ জন দরিদ্র ও মেধাবী ছাত্রদেরকে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: