-2025-01-17-21-06-32.jpg)
চাঁপইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় কলেজ মোড়স্থল অফিসে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামল আমির মাওঃ মো. শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারি মোঃ আনোয়ারুল হক, বাইতুলমাল সম্পাদক ক্বারী মাওঃ মো. আলাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আখতারুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, দপ্তর সম্পাদক নুরুল হোদাসহ অন্যরা।
আপনার মূল্যবান মতামত দিন: