চাঁপাইনবাবগঞ্জ | বৃহঃস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আইনজীবী নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪ ২২:১৯

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪ ২২:১৯

চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচী করেছেন আইনজীবীরা

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকন নামক সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচী করেছেন আইনজীবীরা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ২টায় সাধারণ আইনজীবীবৃন্দের ব্যানারে জেলা আইনজীবী সমিতির সামনে এ কর্মসূচি থেকে আলিফ হত্যার সঠিক বিচারের দাবি জানান আইনজীবীরা। এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ এর সভাপতিত্বে ও এ্যাড. শফিক এনায়েতুল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে ইসকন নামক সন্ত্রাসীরা। বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। তাই এ ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

বক্তারা বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারীরা যতই ক্ষমতাশালী হোক না কেন, ‌দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে আইনজীবীরা আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা।

কর্মসূচিতে অন্যদের মধ্যে এ্যাড. গোলাম মোস্তফা, এ্যাড. রমজান আলি হিরো, এপিপি এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. রাসেল আহমেদ রনি, এ্যাড. আশিক ইকবাল সুজন, এপিপি এ্যাড. জহির রহমান জনি, এ্যাড. ময়েজউদ্দিন, বারের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম সেন্টু, এ্যাড. আকরামুল ইসলাম আকরাম, এ্যাড. রফিকুল হক দোলন, এ্যাড. ইসাহাক, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সোলাইমান বিশু সহ আরও অনেকে বক্তব্য রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন: