“উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” প্রনয়ন ও বাস্তবায়নের আহব্বানে আজ ৮ই নভেম্বর গণপ্রকৌশল দিবস ২০২৩ ও আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আলোচনা অনুষ্ঠান ও র্যালির শুভ উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আব্দুল ওদুদ। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আইডিইবি জেনিক মোঃ মেহেদী খান। সাথে আরও উপস্থিত ছিলেন, আইডিইবি চাঁপাইনবাবগঞ্জ জেলার এডমিন, ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম সহ আইডিইবির অন্যান্য সদস্যবৃন্দ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত শিক্ষার্থীরা।

র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ে এসে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। আলোচনা অনুষ্ঠানে আইডিইবির স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: