নিউজ ডেস্ক: নির্বাচন মানেই স্বাধীন ভোটাধিকার, আর এই অধিকারের বলই মেতে উঠেছে উপ-নির্বাচন। গেল ১০ই ডিসেম্বর শনিবার একাদশ জাতীয় সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেওয়া হয়েছিল বিএনপি'র (সাত) সংসদ সদস্যদের। এরই ধারাবাহিকতায় ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (এমপি)।
আমিনুল ইসলাম দলের সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগের পর শূন্য থাকে চাঁপাইনবাবগঞ্জের এ আসনটি।
পরে আসনটিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমান পাই মনোনয়ন। এদিকে, মাথল প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় কমতি নাই যেন স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম (বাচ্চু)। এছাড়াও মাঠে ময়দানে লাঙ্গল প্রতীক নিয়ে দেখা যায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক। এতসব প্রার্থীর ভীড়ে আপেল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুরের গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায়, মোড়ে মোড়ে চলছে যেন বিরানহীন আপেলের প্রচার-প্রচারণা। এছাড়াও, গান কবিতা ও রঙে ঢঙে ছন্দ মালায় চলছে মাইকিং প্রচারণাও। এতে করে মাতোয়ারা নেতাকর্মীসহ উপ-নির্বাচনের সাধারণ ভোটারও।
তবে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে শক্ত হাতে হাল ধরেছে জিয়াউর রহমান।এদিকে প্রার্থীর ভিড়ে প্রচার প্রচারণা সহ জনসমর্থনে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার।

                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: