চাঁপাইনবাবগঞ্জ | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
ঈদকে সামনে রেখে নতুন জামা কাপড় তৈরিতে অন্যান্য বছরের মতো এবছর নেই যেন কাস্টমারের উপচে পড়া ভিড়।

ঈদের সময় ঘনিয়ে আসলেও অলস সময় পার করছে দর্জি কারিগররা

এম এ করিম/স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩ ০৪:১২

এম এ করিম/স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩ ০৪:১২

সংগৃহিত ছবি

নিউজ ডেস্ক: ঈদ মানে খুশি, ঈদ মানেই নিজেকে নতুন আঙ্গিকে সাজানো। ঈদের দিনে নতুন জামার ঘ্রাণ যেন বাড়িয়ে দেয় ঈদের আনন্দ। ঈদকে সামনে রেখে নতুন জামা কাপড় তৈরিতে অন্যান্য বছরের মতো এবছর নেই যেন কাস্টমারের উপচে পড়া ভিড়। আর তাই ঈদের সময় ঘনিয়ে আসলেও যেন অলস সময় কাটাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের দর্জি কারিগররা।

চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় জনপ্রিয় দর্জি গুলোতে সরজমিনে গিয়ে দেখা মিলে এমন চিত্র। দর্জি কারিগরদের সাথে কথা বললে তারা জানায়, গেল বছর করোনা মহামারীতে খারাপ সময় পার করেছি। কর্মচারীদের বেতন মজুরি দিতে হিমশিম খেয়েও কোনরকম প্রতিদিনের টুকটাক কাজে ব্যবসা প্রতিষ্ঠানের মান ধরে রেখেছি। এছাড়াও তারা জানায়, গত বছরের সঙ্কটাপন্ন অবস্থা কাটিয়ে এইবার প্রহর গুনছিলাম আশার আলোর। অথছ ঈদের সময় ঘনিয়ে আসলেও তেমন কাজ না থাকাই অনেকটা অলস সময় পার করছে এই জেলার দর্জি কারিগররা।

এবার ঈদেও সবার মধ্যে নতুনত্বের ভাব আবেগ বিরাজ করলেও কাটা কাপড়ের তৈরি পোশাকের চাহিদা অনেকাংশই কম বলে মনে করছেন দর্জি কারিগররা। এদিকে ঈদের সময় হাতে গোনা দু'এক সপ্তাহ থাকলেও অনেকটা আশার আলো নিয়ে আছে এই কারিগররা। তবে কাটা কাপড়ের তৈরি পোশাক যে ঐতিহ্য চাঁপাইনবাবগঞ্জের দর্জি কারিগরদের দেখলেই বুঝা যায়।ঈদে এমন সময় পোশাক তৈরিতে দিনক্ষণ ও তারিখ মিলিয়ে সিরিয়ালে দিনভর ব্যস্ত থাকতো দর্জি কারিগররা। তাছাড়া, নতুন পোশাকের হীড়িক না থাকলেও নিত্য দিনের টুকটাক কাজে তৈরি পোশাকের ঐতিহ্য ও ব্যবসা প্রতিষ্ঠানের মান অখুন্ন রাখতে কষ্টসহিষ্ণু দিন কাটাচ্ছে এ জেলার দর্জি কারিগররা।



আপনার মূল্যবান মতামত দিন: