চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে ৯৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

সি.ই/রিপোর্টার | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩২

সি.ই/রিপোর্টার
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩২

চাঁপাইনবাবগঞ্জে ৯৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে কাভার্ডভ্যানে ৯৬ কেজি গাঁজাসহ ফয়সাল মামুন (৩৮) নামে এক মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

 

১২ ফেব্রুয়ারী রোববার গভীর রাতে জেলা শিল্পকলা একাডেমির দক্ষিণ পাশে মহানন্দা সেতুর টোল প্লাজার সামনে গোপন তথ্য ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

 

 

র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতার যুবক নোয়াখালি জেলার চন্দ্রপুর এলাকার সেলিম আলীর ছেলে। 

 

অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কাভার্ডভ্যানে করে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসছে— এমন সংবাদের ভিত্তিতে জেলা শিল্পকলা একাডেমি দক্ষিণ পাশে মহানন্দা সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালানো হয়। এসময় ফয়সাল মামুনকে কাভার্ডভ্যানে ৯৬ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই আসামির নামে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

 

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: