সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় ছত্রাজিতপুর গোরস্থান মাঠে আয়োজিত এক আলোচনা সভায় এলাকার বিশিষ্টজন ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই কমিটির ঘোষণা দেন। সভা শেষে দ্রুত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এক সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ফারুক হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক মো. তারিফ মাস্টার, প্রফেসর মো. সালাম হোসেন, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলাম এবং মো. দানেসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “এলাকার সমস্যা আমরা সবসময় গোরস্থান মাঠে আলোচনা করে সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু এখন বাইরের লোকজন এনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।”
তারা আরও বলেন, “ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।”
উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) রাতে ছত্রাজিতপুরে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
সন্ত্রাস প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় তারা ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে কাজ করবেন।

                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: