চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শিবগঞ্জ উপজেলা নির্বাচনে যেসব প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন প্রার্থীরা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ মে ২০২৪ ১৯:৩৪

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ মে ২০২৪ ১৯:৩৪

সংগৃহীত

তফসীল অনুযায়ী আজ বৃহস্পতিবার (০২ মে) জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এইসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র মোহা: গোলাম কিবরিয়া (আনারস), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মোহা: জামাল হোসেন পলাশ (মশাল), স্বতন্ত্র মো: মহসীন আলী মিয়া (মোটরসাইকেল) এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (কাপ-পিরিচ) প্রতীক পেয়েছেন।

 

ভাইস চেয়ারম্যান পদে, মোহ: রবিউল খান (টিউবওয়েল), মোহা: শামীম রেজা (তালা), মো: আল মামুন (টিয়া পাখি) ও মো: ইব্রাহিম (মাইক) প্রতীক পেয়েছেন।

এছাড়া সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে মোসা: নুরজাহান (ফুটবল), মোসা: মুসলেমা খাতুন (কলস) এবং মোসা: শিউলী বেগম (প্রজাপতি) প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ মো: আবুল কালাম আজাদ জানান, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা চার লাখ ৭৮ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ৬২১ এবং মহিলা ভোটার সংখ্যা দুই লাখ ৩৩ হাজার ৮১ জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে শিবগঞ্জ উপজেলার ১৬৬ কেন্দ্রে আগামী ২১ মে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: