 
                                পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় গোপন সংবাদে ভিত্তিতে আজ ০৮ মার্চ, ২০২৩ খ্রি. তারিখ রাত ৪:০০ ঘটিকা হতে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৬ নং বাধে অবৈধভাবে বালু উত্তোলনকালে ট্রাক্টরসহ ৩ জনকে আটক করা হয়। এসময় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে ২ জনকে তিন মাস করে এবং ১ জনকে এক বছরের মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।
শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব মো: জুবায়ের হোসেন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এই সময় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ, জনাব চৌধুরী জোবায়ের আহম্মদ ও থানা পুলিশের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব মো: জুবায়ের হোসেন বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন তারা। পরে অভিযান চালিয়ে ৩জনকে আটক করে মোবাইল কোড এর মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে মোবাইল কোর্টের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
-2025-10-12-13-19-53.jpg) 
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: