
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ধূলাউড়ি এলাকায় ট্রাকের চাপাই সাইফুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন।
সোমবার (০১ সেপ্টেম্বর) রাতে ধূলাউড়ি এলাকার একটি এলপিজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলামের বাড়ি গোমস্তাপুর উপজেলার যাতাহারা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে। তিনি মৃত এজাবুল ডাক্তার এর ছেলে এবং স্থানীয় যাতাহারা বাজারে দর্জির কাজ করতেন।
স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যান। তবে তার স্ত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন
আপনার মূল্যবান মতামত দিন: