ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা।
মঙ্গলবার (১৭ ই ডিসেম্বর) সকাল ১১ টায় রহনপুর এ বি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শাখা সেক্রেটারি সালাহউদ্দিন সোহাগ এর সঞ্চালনায় ও শাখা সভাপতি মুখতারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি ড.মু.মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইমামুল হুদা, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, রহনপুর ক্রিকেট একাডেমির পরিচালক ইফতেখার মাশরুর শুভ সহ শাখার অন্যান্য দায়িত্বশীলৃন্দ।
উক্ত টুর্নামেন্টে শাখার অন্তর্গত ১০ টি থানা শাখা দল হিসেবে খেলায় অংশ নেন।

                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: