চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি বাড়িতে প্রেমের স্বীকৃতি (বিয়ের) দাবিতে অবস্থান নেয়া তরুণী (৩০)কে মারধরের ঘটনায় ২ মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের নুনগোলা মাস্টারপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, প্রেমিকের ছোট ভাই ওই মহল্লার মৃত ফটিক আলীর ছেলে মেহেদী হাসান(২৪),প্রেমিক ফরহাদ রেজা মিলনের স্ত্রী তোহুরা খাতুন ঝরনা( ২৫) ও মিলনের মা ফেরদৌসী বেগম (৪৩)। এরআগে সোমবার রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ওই তরুণী মামলা দায়ের করার পর পুলিশ ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: