
নিউজ ডেস্কঃ- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।বুধবার সকালে রহনপুর পৌর এলাকার ঝড়ুপাড়ায় লতিফুর রহমান ফিলিং স্টেশনে এ দূর্ঘটনা ঘটে।নিহত ওই সাবেক সেনা সদস্যের নাম আঃমতিন লক্ষিপুরের মৃত দারেস আলী ছেলে।
স্থানীয়রা জানায়,সকাল ৮ টার দিকে ওই সাবেক সেনা সদস্য তেল নেয়ার জন্য লতিফুর রহমান ফিলিং স্টেশনে গেলে সেখানে একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। পরে তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, এদিকে চালক ও হেলপার পালিয়ে গেলে পুলিশ ট্রাকটি জব্দ করে।
আপনার মূল্যবান মতামত দিন: