চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ২০:৩৫

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ২০:৩৫

প্রতিকি ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
 
নিহত বাইসাইকেল আরোহী হলেন সদর উপজেলার বেহুলা ডিহিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে মো. রফিক (৬৫)।
 
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি বাড়ি থেকে বরেন্দ্র অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে সরাসরি সংঘর্ষে রফিক আলী ঘটনাস্থলেই নিহত হন।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন আকন্দ জানান, মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী রফিক আলী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: